প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার পেলেন শ্রীপুরের প্রতিবন্ধী জুয়েল
মহসিন মোল্যা,শ্রীপুর,মাগুরাঃ
মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের মর্ত্তুজাপুর গ্রামের প্রতিবন্ধী জুয়েলের সহযোগীতার দৃষ্টি আকর্ষন করে সাংবাদিক মহসিন মোল্যা, আলোকিত জুয়েল এবং শ্রীপুর উপজেলার আমরা সচেতন যুব সমাজের বিভিন্ন যুবকের ফেসবুকে বিষয়টা ভাইরাল হলে, প্রতিবন্ধী জুয়েলের সহযোগীতায় এগিয়ে আসেন ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার আমেরিকা প্রবাসি বেলায়েত হোসেন এবং লন্ডন প্রবাসী জহিরুল ইসলাম শাহীন। গোলামী রব্বানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার শ্রীপুর উপজেলার জোকা গ্রামের শুভ এর মাধ্যমে ঢাকা থেকে প্রতিবন্ধী জুয়েলের জন্য হুইল চেয়ার পাঠিয়ে দেন। এছাড়া প্রতিবন্ধী পরিবারের জন্য ৩ টি ছাগল প্রদান করা হয়। আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার মাধ্যমে আজ (১৫ জুলাই) বুধবার সকালে প্রতিবন্ধীর পরিবারের হাতে হুইল চেয়ার ও ছাগল প্রদান তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জুয়েল, জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি, শ্রীপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও মাগুরার বাণী পত্রিকার সম্পাদক মোঃ সাইফুল্লাহ, জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি ও অন্যদৃষ্টি পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি মহসিন মোল্যা, জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি জুয়েল রানা, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবদুল্লাহ, আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবক দ্বীপক কুমার বিশ্বাস, খালিদ হাসান মিঠু, আব্দুর রশিদ, পলাশ সহ আরো অনেকেই।
শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম বলেন, শ্রীপুর উপজেলার আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থাটি ইতিমধ্যে অনেকগুলো অসহায় পরিবারের পাশে এসে দাড়িয়ে মানবতার পরিচয় দিয়েছেন। ফেসবুকে ভাইরাল হওয়ার পর ডাকসুর সাবেক জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী অসহায় পরিবারটির পাশে এসে দাড়িয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। সেই সাথে সরকারের পাশাপাশি বিত্তবানদের অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানোর আহ্বান জানাচ্ছি।